বড়লেখায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর দায়ে ৮ চালককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর দায়ে ৮জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে আদালত এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। সূত্র জানায়, শনিবার বিকেলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর দায়ে ৮টি মোটর সাইকেল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৮ মোটর সাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন।