বড়লেখায় খেলাফত মজলিসের ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পৌর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি ফয়ছল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হক। অন্যদের মধ্যে সংগঠনের জেলা প্রচার সম্পাদক এমএম আতিকুর রহমান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা অফিস ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বায়তুল-মাল ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মইনুল ইসলাম।