বড়লেখায় এতিমদের নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, দাতা ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ শুক্রবার বড়লেখা হিফজুল ক্বোরআন ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছেন। এছাড়াও পরিষদের পক্ষ থেকে মাদ্রাসার এতিমখানায় খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সহকারী শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, পরিষদের উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, শামছুল ইসলাম পুতুল, ব্যবসায়ী আব্দুল খালিক, সমাজসেবক আহমদ জাকারিয়া, বড়লেখা উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।