বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে এটি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবি গোপাল দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক তপন চৌধুরী ও কবি বিদ্যুৎ রঞ্জন দেবনাথ প্রমুখ।