বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র মহতি উদ্যোগ, পাকাঘরে থাকার আনন্দ আলাউদ্দিনের পরিবারে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে পাকা ঘর পাচ্ছেন এক অস্বচ্ছল পরিবার। বড়লেখা পৌর এলাকার পাখিয়ালা গ্রামের আলা উদ্দিনকে এই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঘর নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম বেলাল। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শফিক উদ্দিন, পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা, ফ্রেন্ডস ক্লাবের প্রতিনিধি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষক তারেক আহমদ, শিক্ষক বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, সমাজসেবক আব্দুশ শহীদ, মাহতাব উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।