বড়লেখার উজিরপুর ইয়াংস্টার পরিষদের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সামাজিক সংগঠন উজিরপুর ইয়াংস্টার পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিল ও দোয়া স্থানীয় আয়াজ আলী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল হাফিজের সভাপতিত্বে ও পরিষদের সাংগঠনিক সম্পাদক জাবের আহমদের উপস্থাপনায় ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম পংকি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার নুনু মিয়া, দুবাই প্রবাসী আবুল কালাম, পরিষদের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, সমাজসেবক আনোয়ার হোসেন প্রমুখ। ২০১৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। প্রধান অতিথি তাদের মহতি কার্যক্রমকে এগিয়ে নিতে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।