জুড়ীতে বসতবাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার, অতঃপর অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ীর সাগরনালে একটি বসতবাড়ির ঘর থেকে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিণ-পূর্ব সাগরনাল গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম মাস্টারের বাড়ির জ্বালানি কাঠ রাখার ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় বন বিভাগের লোকজন বিকেলে সাপটিকে পার্শ্ববর্তী পুঁটিছড়া বনে অবমুক্ত করেন।
জুড়ী বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ-পূর্ব সাগরনাল গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম মাস্টারের পুত্র সুলতান আহমদ ইমন মঙ্গলবার দুপুরে বাড়ির জ্বালানি কাঠ রাখা ঘরের কোণে অজগর সাপের একটি বাচ্চা দেখতে পান। তাৎক্ষণিক তিনি এলাকার লোকজনকে অবহিত করেন। পরে স্থানীয় বাসিন্দা মিফতাহ আহমদ লিটন বন বিভাগ ও থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে জুড়ী রেঞ্জের পুঁটিছড়া বনবিট কর্মকর্তা ও বনকর্মীরা অজগরের বাচ্চাটি উদ্ধার করে স্থানীয় পুঁটিছড়া বনে অবমুক্ত করেন। অজগরের বাচ্চাটি প্রায় ৪ ফুট লম্বা।
বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে স্থানীয় বন বিভাগকে অজগরের বাচ্চাটি অবমুক্তের জন্য জানিয়েছি। যে বাড়িতে সাপটি পাওয়া গেছে ওই এলাকায় বন-জঙ্গল রয়েছে। প্রাকৃতিক মুভমেন্টের জন্য এবং মোরগ খাওয়ার জন্য হয়তো ওই বাড়িতে এসেছে অজগরের বাচ্চাটি।