বড়লেখায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র সহযোগিতায় সোমবার (১১ এপ্রিল) দ্বিতীয় ধাপে দিনব্যাপী আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন আর্সেনিক টেস্টার অংশ নেন। প্রশিক্ষিত টেস্টারগণ উপজেলার প্রতিটি গ্রামের সরকারি ও বেসরকারিভাবে স্থাপিত নলকূপের পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র জুনিয়র ট্রেইনিং কনসালটেন্ট নাসির উদ্দিন, শামছুল করিম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।