গৃহহীন পরিবারে গৃহ হস্তান্তর: বড়লেখা থানায় নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা থানায় রোববার (১০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের আইনি সেবা প্রদানের লক্ষ্যে নতুন একটি সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। সারা দেশের প্রতিটি থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া একজন স্বামী পরিত্যক্তা গৃহহীন দরিদ্র নারীর ছেলে-মেয়ে নিয়ে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ প্রশাসনের তত্তা¡বধানে নবনির্মিত গৃহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে। ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জহির আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা ৩ সন্তানের জননী গৃহহীন রাছনা বেগমকে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে সার্ভিস ডেস্কের উদ্বোধন ও দরিদ্র গৃহহীন নারীকে নবনির্মিত বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।