বড়লেখায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন
নিজস্ব প্রতিবেদক :: “প্রত্যেকে আমরা পরের তরে” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস বড়লেখার আয়োজনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ২টায় পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্কাউট সহ-সভাপতি তাজ উদ্দিন, উপজেলা স্কাউটস সম্পাদক রিয়াজুল ইসলাম, লাইসিয়াম স্কুল ইউনিটের উপদল নেতা স্কাউটস আব্দুল মুগনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, স্কাউট সহ-সভাপতি মুরাদ মালেক, স্কাউট কমিশনার প্রতাপ দত্ত, সহকারী কমিশনার রশিদ আহমদ খান, বদর উদ্দিন, রঞ্জিত দাস, আ.হ.ম জুনায়েদ সিদ্দিকী, কাবলিডার বদরুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য অঞ্জনা রাণী দে, বিবেকানন্দ দাস, সুমিতা চক্রবর্ত্তী, তৌফিকুল ইসলাম আবির, সত্যজিত ভট্টাচার্য প্রমুখ।