বড়লেখায় শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রি দিলো লন্ডন-বাংলা প্রেসক্লাব
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রি প্রদান করেছে লন্ডন-বাংলা প্রেসক্লাব। ক্লাবের ২৮ বছর পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহারসামগ্রি প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপহারসামগ্রি প্রদান করা হয়। এগুলো হলো-শাহবাজপুর হাইস্কুল এণ্ড কলেজ, শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা। উপহারসামগ্রির মধ্যে ছিলো লন্ডন বাংলা প্রেসক্লাবের মনোগ্রামখচিত বিশেষ ধরণের চায়ের ফ্লাক্স। পর্যায়ক্রমে সিলেটসহ অন্যান্য জেলায়ও উপহারসামগ্রি প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। এ সময় মাদ্রাসা সুপার মাওলানা সাইফুল্লাহসহ শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। এর আগে শাহবাজপুর কলেজে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়। একইদিন শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়। এ সময় উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও বিদ্যালয়েল প্রধান শিক্ষক কয়সর আহমদ উপস্থিত ছিলেন।