২ মাস ধরে ভেঙ্গে গর্ত : কালভার্ট নয়, যেন মরণফাঁদ!
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরা গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তার কালভার্টে বিপদজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই রাস্তায় যাতায়াতকারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। গ্রামের রাস্তার কালভার্টটি ভেঙ্গে দীর্ঘদিন ধরে গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন যেনো এলাকাবাসীর জন্য এক মরণফাঁদ।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিনভাগ (দক্ষিণ) ইউনিয়নের কলাজুরা গ্রামের রাস্তায় দীর্ঘ ৪০ বছর আগে এই কালভার্টটি নির্মাণ করা হয়। গ্রামের একমাত্র রাস্তা হওয়ায় এলাকার মানুষজন সবসময় এই রাস্তা এবং কালভার্ট ব্যবহার করেন। গত দুই মাস আগে কালভার্টের একটি অংশ ভেঙে গিয়ে মারাত্মক গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসীর পক্ষ থেকে কালভার্টের সংস্কারের জন্য কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে আশ্বাস দিলেও সংস্কার করা হয়নি৷ ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে লোকজন চলাফেরা করছেন।
গ্রামের লন্ডন প্রবাসী শহিদুল ইসলাম জনান, দুই মাস হলো কালভার্টটির মাঝখান ভেঙেছে। লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কিন্তু তা সংস্কারে কোনো জনপ্রতিনিধি উদ্যোগ নিচ্ছেন না। রমজান মাসে গ্রামের মানুষজনকে অন্ধকার রাস্তা দিয়ে তারাবির নামাজে যেতে হয়। ফলে দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া কালভার্টটি ভেঙে যাওয়ায় গ্রামে কোনো ধরণের গাড়ি এমনকি জরুরি অসুস্থ রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না।
দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, কালভার্টটি সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দ্রæত সংস্কার কাজ সম্পন্ন করা হবে।