মৌলভীবাজার বিসিকের ডাটা এন্ট্রি ওয়ার্কশপ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :: এটুআই প্রোগ্রামের আওতাভুক্ত বিসিকের উদ্ভাবনী উদ্যোগ ‘মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের জিআইএস ভিত্তিক অনলাইন ডাটাবেজ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডাটা এন্ট্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মৌলভীবাজার উপজেলা পরিষদ হলরুমে এ ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে বিভিন্ন ডাটা এন্ট্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কর্মসূচির উদ্ভাবক মো: আব্দুস সাত্তার। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথিরও বক্তব্য রাখেন। সভাপতিত্ব বিসিক মৌলভীবাজারের উপ-ব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভূইয়া। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশের বিভিন্ন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছে এটুআই।