বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা ও জনঅবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপী তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসন ও বড়লেখা তথ্য কমিশন এই কর্মশালার আয়োজন করে। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি সচিববৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, তথ্য অধিকার আইনটি জনগণের জন্যই সরকার প্রণয়ন করেছে। এই আইনের ৭ ধারা ব্যতীত প্রত্যেক ধারায় যে কোনো নাগরিকের চাহিত তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাধ্য। নির্দেশনা মোতাবেক তথ্য প্রদানে ব্যর্থ কর্মকর্তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতেও বাধ্য। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রত্যেক প্রতিষ্ঠানেরই স্বপ্রণোদিত হয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা উচিত।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় তথ্য অধিকার আইনের ধারাসমুহ উপস্থাপন করেন তথ্য কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেইন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সমবায় অফিসার সফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
এদিকে বিকেল ৩টায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।