পাকিস্তানের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রাজনীতি করছে: কামরুল ইসলাম
সারা দেশ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, এখনো পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করছে, যেটি জাতির জন্য লজ্জা। শনিবার (২৬ মার্চ) সকালে কেরানীগঞ্জের রোহিতপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, একাত্তরের ঘাতকরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তারা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একটি গোষ্ঠী এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। পরে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন তিনি। এ সময় কামরুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। অসৎ উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করা হয়েছিল। যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে না পারে।
তিনি বলেন, একটি গোষ্ঠী আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা মানতে চায় না। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক। আলাদা করে দেখার সুযোগ নেই। বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে আইএসআইয়ের দালালরা হত্যা করেছিল। পাকিস্তানি প্রেতাত্মারা বিভিন্ন অবয়বে বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত ছিল। কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। সফলভাবে করোনা মোকাবিলা করে যাচ্ছে বর্তমান সরকার। টিকার ঘাটতি নেই। দেশ এখন উন্নয়নশীল। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এ সময় শিক্ষার্থীদের ইন্টারনেটের নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচক দিক ব্যবহার করার আহ্বান জানান তিনি।