আয়ারল্যান্ডে যাওয়া হচ্ছে না পাকিস্তান-নিউজিল্যান্ডের
চলতি বছরের জুন-জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি সিরিজ স্থগিত ঘোষণা করল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
করোনাভাইরাসের পেটেই গেল এই সিরিজ দুটো। বিমানভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সিরিজ স্থগিত করা ছাড়া বিকল্প পথ খোলা ছিল না সিআইয়ের।
জুনে আয়ারল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের। নিউজিল্যান্ডই জানিয়ে দিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তারা আসতে পারবে না।
এদিকে ১২ ও ১৪ জুলাই ডাবলিনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার শিডিউল ছিল পাকিস্তানের। তারাও সিরিজ স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে আইরিশদের, যে সিরিজটি আবার বিশ্ব সুপার লিগের অংশ। ওই সিরিজের ভবিষ্যৎ নিয়ে দুই বোর্ডের মধ্যে এখনও আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।