সৃজিতের মায়ের অনুরোধে ১৫ বছর পর নাচলেন মিথিলা
নাটকের পরিচিত মুখ রাফিয়াথ রশিদ মিথিলার বিচরণ শিল্পকলার বহু অঙ্গনে। মডেলিং, উপস্থাপনা, বিজ্ঞাপন ও গানের পাশাপাশি নাচতেও জানেন এই সুদর্শনী। তবে অভিনয়ে মন দেয়ায় বহুদিন ধরে নাচেন না তিনি। ১৫ বছর পর এবার নেচেছেন। তাও আবার শাশুড়ি মা অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা সুমিতা সরকারের অনুরোধে।
মিথিলা ওই নাচের ভিডিওটি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ২৫ বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উপহারও এই ভিডিওটি।
মিথিলা এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন প্রায় ১৫ বছর পর নাচলাম। আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়। আশা করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।
এদিকে করোনাভাইরাস থেকে বাঁচতে লকডাউনে ঘরবন্দি থেকে মানুষ অনেকটা বিরক্ত হয়ে উঠেছেন। তাদের বিনোদন দিতে মিথিলা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। দ্য ফরগটেন ওয়ান নামে চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তাহসান-মিথিলার মেয়ে আয়রাও। এটিও বেশ প্রশংসিত হচ্ছে।