গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব টরন্টোর উদ্যোগে স্বাস্হ্য কর্মী বীরদের ফুড প্যাকেট বিতরন
প্রকাশিত হয়েছে : ১০ মে, ২০২০ ১১:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৮ বার পঠিত
আজকাল :- গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব টরন্টোর উদ্যোগে গত ৯ই মে ২০২০ মাইকেল গ্যারন হসপিটালের (প্রাক্তন টরন্টো ইস্ট জেনারেল হসপিটাল) স্বাস্হ্য কর্মী বীরদের মাঝে স্ন্যাকস, জ্যুস, ক্যান্ডি ইত্যাদি প্রদান করা হয়।
গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব টরন্টোর পক্ষে এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারী সাবির আহমদ শাহিন এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী মোক্তার হোসেন বাহার উক্ত ফুড প্যাকেটগুলো উক্ত হসপিটালের
স্বাস্হ্য কর্মী বীরদের কাছে হস্তান্তর করেন।
এসোসিয়েশনের পক্ষ থেকে এব্যাপারে সকলের আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।