সিলেটে আড়ং খোলা রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী, বয়কটের আহ্বান
কোভিড-১৯ মহামারীর জন্য সিলেটের ব্যবসায়ীরা যখন সকল মার্কেট,শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঠিক তখন জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলেটে আড়ং খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা ঈদকে সামনে রেখে আগামীকাল রবিবার সিলেটের জেল রোডস্থ আড়ং আউটলেটটি খুলছে। আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তাদের এমন হঠকারী সিদ্ধান্তে সিলেটের মানুষ ভীষণ ক্ষুব্ধ। তারা এই করোনা পরিস্থিতিতে আড়ংকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
মিডিয়া ব্যক্তিত্ব আবু তালেব মুরাদ লিখেছেন, ‘ আড়ংয়ের ফাইজলামী নতুন না, সিলেটে খুললে খবর আছে।’
যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা কামাল লিখেছেন,’সবাইতো আর সমান সচেতন না তাই সচেতন সিলেটবাসীর উচিত আড়ং কতৃপক্ষকে দোকান বন্ধ রাখতে বাধ্য করা।’
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গল্লি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল প্রশ্ন রেখেছেন, ‘রোববার সিলেটে আড়ং খুলছে এদের কি করা উচিত আপনারাই বলুন।’
আয়কর আইনজীবি মো: কামাল আহমদ লিখেছেন, “আজ সিলেটের ব্যবসায়ী সমাজ এক ঐতিহাসিক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করলো। তাঁরা প্রমাণ করে দিয়েছেন-টাকার চেয়ে মানুষের জীবন বড়। অথচ, সবার সিদ্ধান্তকে উপেক্ষা করে আড়ং তাদের প্রতিষ্ঠান খুলছে! আসুন, সবাই আমরা আড়ংকে বয়কট করি…।”
সাংবাদিক মবরুর আহমদ সাজু লিখেছেন, ‘ সিলেটে আড়ং কি ব্যবসায়ীদের সিদ্ধান্তের বাইরে?
মো: রাজু রহমান লিখেছেন,’ আমরা আশাকরি সিলেটের মাননীয় মেয়র ও মহানগর ব্যাবসায়ি সংগঠন, সিলেট চেম্বার অব কমার্স যে সিদ্ধান্ত নিয়েছেন আড়ং মেনে নিবে। নিজে বাঁচবে সিলেট কে বাঁচাবে।’
এভাবে হাজার হাজার মানুষ সিলেটে আড়ং বন্ধ রাখার পক্ষে ফেইসবুকে সোচ্চার।
অভিজ্ঞমহল বলছেন, সিলেটের মেয়র, চেম্বার সভাপতিদ্বয় এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আড়ংয়ের সাথে কথা বললে এবং সিলেটে তাদের শো রুম বন্ধ রাখার জন্য চাপ দিলে তারা তাদের সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হবে। বিষয়টি কারো ব্যক্তি স্বার্থে নয় সিলেটের মানুষকে করোনাভাইরাসের সংক্রামন থেকে বাচাঁতে এটি করা সময়ের দাবী।