সৌদিতে করোনায় ২০০ জনের প্রাণহানি, আক্রান্ত ৩০ হাজার
সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫১।
মঙ্গলবার (০৫ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটির অর্থনৈতিক রাজধানী বন্দর নগরী জেদ্দায় ৩৮৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে, মক্কা মুকাররমায় ৩৩৭ জন, রাজধানী রিয়াদে ২৩০ জন এবং দাম্মামে ১৪১ জন।
করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ প্রবাসী এবং ২৪ শতাংশ সৌদি নাগরিক। ১৪ শতাংশ নারী এবং ৮৬ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে ২৪ হাজার ৬২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ১৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৩৬ লাখ ৭৭ হাজার ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন। আর এতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭৭ জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখেরও বেশি মানুষ।