দুবাইয়ে করোনায় মারা গেলেন বিশ্বনাথের রফিক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের রফিক আলী (২৫) সংযুক্ত আরব আমিরাতের একটি হসপিটালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাবা নাম মৃত নোয়াব আলী।
গত সাতদিন যাবৎ দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রফিক আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রফিকের বড় ভাই বাবুল মিয়া। তিনি জানান, গত ৯ মাস আগে ভ্রমণ ভিসায় দুবাই যায় রফিক আলী। সেখানে একটি ফার্মে কাজ নেয়। কিছুদিন আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়।
এরপর দেশে তার পরিবারের কথা চিন্তা করে অন্যথায় কাজ নেয়। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়বুধবার বিকেলে রফিক মারা যায়।