যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫১ হাজার ছাড়াল
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৩ বার পঠিত
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বর্তমানে ভয়াবহ সময় পার করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৫১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হালনাগাদ করা করোনা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫১ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে ৮ লাখ ৯০ হাজার ৫২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ্য হয়েছেন ৯৬ হাজার ৬৭৭ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৯০ হাজার ৯৮৬ জন। আর বিশ্বে করোনায় মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯২০ জন। আর এ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৩৮২ জন।