মন্ত্রিপরিষদে রদবদলের ইঙ্গিত!
করোনা সংকটে এলোমেলো হয়ে পড়েছে সরকারের মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদের অনেকেই যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না। প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন মন্ত্রীর কাজকর্মে বিরক্তি প্রকাশ করছেন। এটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদে রদবদল হবে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
যদিও আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন যে, সংকটের সময় মন্ত্রিসভায় রদবদল শেখ হাসিনা করেন না। সংকট শেষ হওয়ার আগে তিনি এ ধরনের রদবদলে যেতে চান না। এর একাধিক কারণ রয়েছে।
প্রথমত; এর ফলে সরকারের সম্পর্কে মানুষের আস্থাহীনতা তৈরি হয়।
দ্বিতীয়ত; যে ব্যক্তিকে তিনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবেন, সেই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়।
তৃতীয়ত; এর ফলে সরকারে অস্থিরতা তৈরি হয় এবং সরকারের সমালোচকরা আরও চড়াও হয়।
এ সমস্ত বাস্তবতায় কোনও সংকটে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় রদবদল হয় না। তবে অন্য একটি দায়িত্বশীল সূত্র বলছে যে, এবার বোধহয় পরিস্থিতি সে রকম হচ্ছে না। শেখ হাসিনা মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সক্রিয়ভাবে ভাবছেন। কারণ জনগণের মধ্যে আস্থা তৈরি এবং সরকার যে করোনা মোকাবেলার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ ও আন্তরিকভাবে কাজ করতে চায় সেটার বহিঃপ্রকাশ করা।
সবচেয়ে বড় কথা হলো, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য মন্ত্রিসভায় রদবদল করাটা জরুরী হয়ে পড়েছে বলে সরকারের একাধিক নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এক্ষেত্রে করোনা মোকাবেলায় ব্যর্থ একাধিক মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রীকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
অন্য একটি সূত্র বলছে যে, করোনা মোকাবেলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে একজন প্রতিমন্ত্রী দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে সরকারি সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে, মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার। তিনি যখন স্বীয় বিবেচনায় মন্ত্রিসভায় রদবদলের প্রয়োজন অনুভব করবেন তখন তিনি সেটা করবেন।
জানা গেছে যে, সরকারের ভেতর থেকেই একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রীকে বর্তমান মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে দিয়ে করোনা মোকাবেলা, যেটি দীর্ঘমেয়াদী সমস্যার দিকে দেশকে নিয়ে যাচ্ছে, তা সম্ভব নাও হতে পারে বলে পরামর্শ দিয়েছেন। এই পরামর্শের প্রেক্ষিতেই মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ভাবা হচ্ছে বলে জানা গেছে।
তবে শেষ পর্যন্ত আদৌ মন্ত্রিসভায় রদবদল হবে কিনা, হলে কবে হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।