কক্সবাজার মেডিকেলে ৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল, ২০২০ ৯:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৫২ বার পঠিত
কক্সবাজার, ১৯ এপ্রিল- কক্সবাজার মেডিকেল কলেজে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের পজিটিভ ধরা পড়েছে। সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।